ভোট গণনার আগে প্রার্থী ও নেতাদের উজ্জবিত করতে ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

আগামী ২ মে  বিধানসভা ভোটের  গণনা পর্বের আগে  দলের নেতা ও কর্মীদের প্রয়োজনীয় বার্তা দেওয়ার  উদ্দেশ্যে  আজকে তৃণমূল সুপ্রিম ভার্চুয়াল বৈঠক করবেন ।জেলার নেতৃত্ব ও প্রার্থীদের সঙ্গে অনলাইনে  বৈঠক ডেকে কথা বলতে পারেন তিনি । করোনা পরিস্থিতির জন্য এইবার গণনা  কেন্দ্রে  কড়াকড়ি  করেছে কমিশন ,মমতা বন্দ্যোপাধ্যায় তাই দলের প্রতিটি  এজেন্টের কাছে বার্তা দিতে  চাইছেন গণনা শেষ না হওয়া  অব্দি কেউ যেন কেন্দ্র ছেড়ে না চলে আসে ।