বহু অভিনেতা ও অভিনেত্রী কলাকুশলী করোনা তে আক্রান্ত,তবু সিনে টেকসিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এই অবস্থায় ফেডারেশন আগামী ২ রা মে থেকে বিভিন্ন ফ্লোরে গিয়ে টেকনিশিয়ানদের রাপিড টেস্ট করা হবে বলে জানান ।পাশাপাশি প্রতি টেকনিশিয়ান কে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করবে ফেডারেশন তার জন্য কোনো খরচ দিতে হবেনা টেকনিশিয়ানদের ।