গতকাল দিল্লিতে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল নিয়ে আত্মসমালোচনা তে বসেন সিপিএমের
পলিট ব্যুরো র সদস্য রা । তারা এক কথায় মেনে নিয়েছেন যে বিধানসভা ভোটে সিপিআইএমের ফলাফল খুব শোচনীয় । তারা আরো বিষশ্লেষণকরে বলেন বিজেপি কে আটকাতে পশ্চিমবঙ্গের ভোটার রা তৃণমূল কেই প্রধান দল হিসাবে বেছে নিয়েছে ।আইএসএফের সাথে জোট সঠিকছিল কিনা সেই নিয়ে পর্যালোচনা চলছে ।