আইডিবিআই ব্যাঙ্কের কেন্দ্রের হাতে থাকা বাকি শেয়ার নিয়ন্ত্রণ ও হাত বদলের প্রস্তাবে নীতিগত ভাবে সম্মতি
দিলো কেন্দ্রীয় মন্ত্রী সভা । বর্তমানে ব্যাংকটির ৯৪% অংশীদারি রয়েছে এলআইসি এবং সরকারের হাতে ,তার মধ্যে ৪৯.২১ % মূল প্রোমোটারহলো এলআইসি ।সরকারের এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছে ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন এআইবিইএ । তাদের বক্তব্য ঋণ খেলাপিদের বাঁচাতেসরকারের এই প্রচেষ্টা ।