কুমোরটুলিতে ঘরে ঘরে করোনা তে আক্রান্ত প্রচুর লোক ,গতকাল থেকে স্থানীয় পুর কো অর্ডিনেটর মিতালি
সাহার উদ্যোগে মৃত শিল্পীদের ষ্টুডিও ও ঘর জীবাণু মুক্ত করার কাজ শুরু হলো । কুমোটুলির মৃত শিল্পী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক বাবু পালবলেন আমাদের এইখানে অনেকের জ্বর হচ্ছে ,অনেকেই করোনা তে আক্রান্ত কয়েক মাস পরেই দূর্গাপূজা তাই এই পরিস্থিতি তে আতঙ্কে আছি ,তবে মিতালি দেবী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তে আমরা খুশি ।