নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপির ডাকা বন্ধের শেষে ইসলাম পুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন “জঙ্গল মহল নন্দী গ্রাম , মুর্শিদাবাদ ফাঁকা করেছি আমি এইবার ইসলামপুরের পালা সব অশান্তি দূর করবো আমি “। তার বক্তব্যের বিরোধিতা করে বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী বলেন ” উনি তো নিজেই চিটফান্ড কেলেঙ্কারি তে যুক্ত রয়েছেন উনার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে যে নিজে দোষী সে অন্য কে দোষ দে কি করে “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...