ভারত রফতানিতে আসতে আসতে এগিয়ে যাচ্ছে

গত এপ্রিলে ভারতের রফতানি আগের থেকে তিনগুন বেড়ে গিয়েছে ,সেই ধারা কে অব্যাহত রেখে ১-৭ মে তা বাড়লো ৮০%।বাণিজ্য মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী ওই সময়ে রফতনির অঙ্ক দাঁড়িয়েছে ৭০৪ কোটি ডলারে ।গত বছর একই সময়ে তা ছিল ৩৯১ কোটি ডলারে ,চলতি মাসের প্রথম সপ্তাহে আমদানিও ৮০% বেড়ে হয়েছে ৮৮৬ কোটি যা ২০২০ তে ছিল ৪৯১ কোটি ডলারে ।