গত এপ্রিলে ভারতের রফতানি আগের থেকে তিনগুন বেড়ে গিয়েছে ,সেই ধারা কে অব্যাহত রেখে ১-৭ মে তা বাড়লো ৮০%।বাণিজ্য মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী ওই সময়ে রফতনির অঙ্ক দাঁড়িয়েছে ৭০৪ কোটি ডলারে ।গত বছর একই সময়ে তা ছিল ৩৯১ কোটি ডলারে ,চলতি মাসের প্রথম সপ্তাহে আমদানিও ৮০% বেড়ে হয়েছে ৮৮৬ কোটি যা ২০২০ তে ছিল ৪৯১ কোটি ডলারে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...