আগামী ১৭ মে গান্ধী মূর্তির পাদদেশে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি ধর্ণা দেবেন বাস ও মিনিবাস মালিকেরা

করোনা অতিমারী পরিস্থিতিতে  ক্রমাগত যাত্রী সংখ্যা কমে যাওয়া তে যেইখানে  অন্যান্য সংগঠন গুলি  ভাড়া পুনরবিন্যাসের দাবি তুলেছিলেন ,সেইখানে  ঠিক উল্টোপথে  হেঁটে  পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে  আন্দোলন করতে  ওই সংগঠন টি  আগামী ১৭ মে থেকে মেয়ে রোডের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান  ধর্মঘটে বসবে ।