ভোটের ফল বেরোনোর পরে পরেই বীরভূমের সিউড়ির ২ নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের প্রায় ১০০ বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন ।তাদের মধ্যে কেউ ছিলেন সিউড়ি শহরে অথবা কেউ ছিলেন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ।শুক্রবার তারা গ্রামে ফিরেই তৃণমূলে যোগ দেন , গ্রামে ফেরার পরে তৃণমূল কর্মীরা তাদের মিষ্টি মুখ করে বাড়িতে পাঠান । বিজেপির জেলা নেতারা দাবি করেন তৃণমূল করতে হবে এই শর্তেই তাদের বাড়ি ফেরার পারমিশন মিলেছে ।