ভারতের বাজারে স্পুটনিক ভি করোনা মোকাবিলার জন্য

কোভিশিল্ড  এবং কোভ্যাক্সিনের  পরে এইবার ভারতের বাজারে এলো করোনার  তৃতীয় প্রতিষেধক স্পুটনিক ভি ।এর একেক টি ডোজের দাম ধরা হয়েছে ৯৯৫.৪০ টাকা ,এতে স্পষ্ট হলো যে অন্যান্য প্রতিষেধকের মত  এই প্রতিষেধক ও  চড়া  দামে কিনতে  হবে আমজনতা কে । সিরাম ইনস্টিটিউট এতদিন ১৫০ টাকা তে কোভিশিল্ড  এবং ভারত বিয়োটেক ২০৬ টাকা দামে  কোভ্যাক্স  বিক্রি করেছিল  কেন্দ্র কে ।