নবদ্বীপের অন্নপূর্ণা রান্নাঘরের সদস্য রা করোনা কালে এক মাস ব্যাপী ৫ টাকা তে প্রতিদিন ভাত ,ডাল ,সোয়াবিন ,ডিম্ অথবা অন্য কোনো দিন অন্য তরকারি /মাছ এবং নিরামিষের দিন মেন্যুতে পনির যোগ করলো এবং তাদের মতি রায় রোডের নিজস্ব ভবন থেকে ৫ টাকার বিনিময়ে শতাধিক লোক কে কুপনের বিনিময়ে খাবার বিলি করছেন ,নবদ্বীপ বাসি রিক্সা চালক হকারেরাদুই হাত তুলে এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...