আগামী ১৮ মে গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তক্ষক

আগামী ১৮ মে পরবন্দর ও নালিয়ার মাঝামাঝি জায়গায় সর্বোচ্চ ১২৫ -১৫০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় টাউটে ।এই কথাটির অর্থ হচ্ছে তক্ষক ,এর নাম করণ করেছে মায়ানমার ।বর্তমানে এটি অবস্থান করছে পূর্ব -মধ্যআরব সাগরে ।আজ পর্যন্ত এইটি সাধারণ ঘূর্ণিঝড় আকারে রয়েছে ,তবে দিন এগোতে এটি শক্তি বৃদ্ধি করতে করতে আগামী ১৮ মে আছড়েপড়তে পারে গুজরাট উপকূলে ।মৌসম ভবন লাল সতর্কতা জারি করেছে ।