নবীন পট্টনায়েক সরকার রাজ্যের করোনা অতিমারী ঠেকাতে দেশ ও আন্তর্জাতিক বাজার থেকে করোনার
প্রতিষেধক কিনতে ই -পোর্টালের মাধ্যমে টেন্ডার ডাকার কথা ঘোষণা করলো ।রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনলাইনে ওই টেন্ডার ডাকাহবে প্রতিষেধক প্রস্তুতকারীরা সেইখানে আবেদন জানাতে পারবেন ,টেন্ডারজয়ী সংস্থাকে ৩.৮ কোটি ভ্যাকসিনের বরাত দেবে রাজ্য ,চার দফাতে ওই প্রতিষেধক পাঠাতে হবে অনলাইনের ট্রাককিংয়ের মাধ্যমে ।