বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে কিছুটা শস্ত্যি পেলো ভারতীয় ফুটবল শিবির ।জানা যাচ্ছে দোহা তে পৌঁছে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবেনা সুনীল ছেত্রীদের ।গতকাল প্রীতম কোটালসহ ১৮ জন ফুটবল পৌঁছে গিয়েছে নয়াদিল্লীতে ,জানা যাচ্ছে দিল্লী থেকে ১৯ মে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবে ভারতীয় ফুটবল দল তাদেরআগামী খেলা ৩ জুন কাতার ,৭ জুন বাংলাদেশ , এবং ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...