আগামী ২৮ সে মে অনুষ্ঠিত হতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক

জিএসটি পরিষদের শেষ বৈঠক হয়েছিল ৭ মাস আগে জিএসটি আইন অনুযায়ী প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি করে বৈঠক হওয়ার কথা । দুটি বৈঠকের সময় পার হয়ে গেলো যে জিএসটি পরিষদের বৈঠক ডাকেননি কেন্দ্রীয় সরকার ।এই নিয়েনির্মলা সীতারমোন কে চিঠি দেন রাজ্যের অর্থমন্ত্রী ,তার পরেই আগামী ২৮ সে মে বৈদ্যুতিন মাধ্যমে অনুষ্ঠিত হতে চলেছে জিএসটির ৪৩ তম বৈঠক ।