আজকেই বাজারে চলে এলো ডিআরডিও তৈরির প্রতিষেধক ২ডি ওরাল পাউডার গ্লুকোজ ওরাল পাউডার । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তার টুইট এক সুখবরটি দেন ।আজকে সকাল ১০ টা নাগাদ এই আন্টি করোনা ড্রাগ ডিজির প্রথম ব্যাচেরপ্রকাশ করেন তিনি ।ডাক্তার রেড্ডির ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই ওষুধ তৈরি হয়েছে । ভারতে ২২০ জন রোগীর উপরে সফল প্রয়োগ হয়েছে এই ঔষধের ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...