আজকেই বাজারে চলে এলো ডিআরডিও ও ডাক্তার রেড্ডির যৌথ উদ্যোগে তৈরি করোনা ওষুধ

আজকেই বাজারে চলে এলো ডিআরডিও তৈরির প্রতিষেধক ২ডি ওরাল পাউডার গ্লুকোজ ওরাল পাউডার । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তার টুইট এক সুখবরটি দেন ।আজকে সকাল ১০ টা নাগাদ এই আন্টি করোনা ড্রাগ ডিজির প্রথম ব্যাচেরপ্রকাশ করেন তিনি ।ডাক্তার রেড্ডির ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই ওষুধ তৈরি হয়েছে । ভারতে ২২০ জন রোগীর উপরে সফল প্রয়োগ হয়েছে এই ঔষধের ।