ইস্টবেঙ্গল কর্তা ও ইনভেস্টর দের মধ্যে সংঘাত বেড়েই চলেছে

ইস্টবেঙ্গল ক্লাব কর্তা ও শ্রী সিমেন্ট কর্তাব্যক্তিদের মতভেদ প্রকাশ্যে চলে এলো ।সম্প্রতি দুবাই থেকে এক সাখ্যাত্কারে হরিমোহন বাঙুর জানান “লাল -হলুদ কর্তারা ইচ্ছে করেই চুক্তিপত্রে সই করছেন না।,এক মুহূর্তে সইয়ের কাজটি দিনের পর দিনঝুলিয়ে রেখেছেন ,তার ফলে ক্লাবের ভবিষ্যৎ অন্ধকারে । ইস্টবেঙ্গলের কর্তাব্যক্তিরা বলেন দল গঠন নিয়ে একটিও কথা তারা বলেননি ,তারাচাইছেন একটি বার সই করিয়ে নিতে পারলে পুরো ক্লাবের ক্ষমতা তারাই ভোগ করবে ।