করোনার এক প্রতিরূপ ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে দেশ কে হুশিয়ার থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ।করোনা সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে ওঠা প্রচুর মানুষের শরীরে “মিউ কর মাইকোসিস ” অথবা “ব্ল্যাক ফাঙ্গাসের ” প্রাদুর্ভাব হয়েছে ।করোনা এবং এই ছত্রাক থেকে বাঁচতে তাই তিনি বলেন গণ টিকাকরণ ” অবশ্যই দরকার এবং গ্রামাঞ্চলে বিশেষ করে জোর দিতে হবে টিকাকরণ মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিঙয়ের উপরে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...