আগামী সোমবার নারদ মামলার শুনানি হবে ৫ বিচারপতির বৃহ্যতম বেঞ্চে

গতকাল নারদ মামলার শুনানি গতকাল গেলো ৫ বিচারপতির বৃষত্বর বেঞ্চে ।আগামী সোমবার বেলা ১১ টা
নাগাদ ওই বেঞ্চে এই মামলার শুনানি ধার্য্য হয়েছে । গতকাল দুই বিচারপতির মতপার্থ্যকের জন্য এই পাঁচ সদস্যে বৃষত্বর বেঞ্চ গঠন করলোহাই কোর্ট এতে রয়েছে ভারপ্রাপ্ত্য প্রধানবিচারপতি বিন্দল ।বিচারপতি ইন্দ্রপ্রশন্ন মুখ্যোপাধ্যায় ,বিচারপতি হরিশ ট্যান্ডন ,বিচারপতি অরিজিৎবন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন ।