তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম নারদ কাণ্ডে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন ,গতকাল জেল সুপার তাকে
গৃহবন্দীর খবর শোনানোর পরে তিনি কার্যত নির্লিপ্ত ছিলেন । সন্ধ্যা ৬ টা নাগাদ পুলিশ ও জেল কর্তাদের পরিবেষ্টনে তিনি চেতলার বাড়িতেফিরে যান । আদালতের নির্দেশে ববি হাকিমের বাড়ির প্রবেশ পথে জেল কর্তৃপক্ষ ৬ টি সিসি ক্যামেরা বসিয়েছেন ,তার মাধ্যমে তারা নজরদারিচালিয়ে রিপোর্ট পৌঁছে দেবেন জেল কর্তৃপক্ষের কাছে ।