সিরাম ইনস্টিটিউট কেন্দ্র কে দায়ী করলেন অপরিকল্পিত টিকাকরণ নীতির জন্য

গতকাল সিরাম ইনস্টিটিউট ও ইন্ডিয়ার কর্তা সুরেশ যাদব বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ ভারত সরকার
মানেনি ।পর্যাপ্ত প্রতিষেধক হাতে নেই সেটা জানা সত্ত্বেও কেন্দ্র একই সঙ্গে বিভিন্ন বয়েসের মানুষের টিকা করণ শুরু করেছে ।প্রাথমিক ভাবেদেশের ৩০ কোটি মানুষের জন্য ৬০ কোটি ডোজের প্রয়োজন ছিল ,কিন্তু কেন্দ্র লক্ষ্য মাত্রা ছোঁয়ার আগেই ৪৫ উর্দ্ধ এবং ১৮ উর্দ্ধ দের টিকাশুরু করে দিয়েছে অথচ সেই পরিমান টিকা সরকারের হাতে নেই ।