করোনা পরিস্থিতিতে সারা দেশেই স্থগিত হয়ে গিয়েছে বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ,একই
ভাবে স্থগিত হয়ে গিয়েছে জেইই মেইন ,নীট সহ বিভিন্ন প্রবেশিকা ।সেই পরীক্ষা গুলির বিষয়ে সব রাজ্য ও কেন্দ্র শাষিত অঞ্চলের শিক্ষামন্ত্রী ,শিক্ষা সচিব ও বোর্ডের চেয়ারম্যান দের সঙ্গে আজকে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন রাজনাথ সিংহের সভাপতিত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতিইরানি ,প্রকাশ জাভড়েকরের মত মন্ত্রীরাও ।