খেলোয়াড়দের করোনা মুক্ত রাখতে যথা সাধ্য চেষ্টা করছেন ভারতের অলিম্পিক সংস্থা ।জানা যাচ্ছে এই অব্দি
১৪৮ জন কে প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে ।এদের মধ্যে রয়েছেন টোকিও অলিম্পিক য়ে যোগ্যতা অর্জন করা এথলেটিক রাও ।তার ই মধ্যে১৭ জনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে বাকি ১৩১ জনের প্রথম ডোজ নেওয়া হয়েছে । ২৩ সে জুন টোকিও তে শুরু হওয়ার কথা অলিম্পিক ,পারা অলিম্পিক্সে যারা নামবেন তাদের প্রথম ডোজের প্রতিষেধক দেওয়া হয়েছে সর্বমোট ১৬৩ প্রতিষেধক পেয়েছেন ।