ঘূর্ণিঝড় ইয়াশ আগামীকাল আছড়ে পড়বে বালাসোর এবং চাঁদবালির মধ্যবর্তী অঞ্চলে

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াশ আজকে রাত থেকেই শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের চেহারা নেবে ।বুধবার ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে ওডিশার বালাশোরের দক্ষিণে ও ধামরাবন্দরের উত্তর দিকে কোনো একটা জায়গায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি ।মৌসুম ভবনের ১১ টার বুলেটিন থেকে জানা যাচ্ছে ইয়াশ পারাদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ২২০ কিমি মধ্যে অবস্থান করছে ,ল্যাডফলের সময় গতিবেগ হতে পারে ১৮৫ কিমি ।