ঘূর্ণিঝড় ইয়াশের ধাক্কা অনেকটাই গিয়েছে ওড়িশা উপর দিয়ে কিন্তু ,পশ্চিমবাংলার সংকট বাড়িয়েছে জলোচ্ছাস ,বাদ ভেঙে সমুদ্রের নোনা জল ঢুকে কৃষির ব্যাপক ক্ষতি হয় ।দুই ২৪ পরগণা ও মেদিনীপুরের ,এই ছাড়াও আজকে পূর্ণিমা থাকায়ফের রাত ৮:৩০ থেকে ৯ টার মধ্যে জোয়ারের জল আবারো প্রবেশ করতে পারে প্লাবিত এলাকা গুলিতে ।মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আগামীশুক্রবার তিনি হেলিকপ্টারে প্লাবিত এলাকা গুলি ঘুরে দেখবেন এবং রিভিউ মিটিং করবেন হিঙ্গলগঞ্জ এবং সাগরে ,আর ২৯ তারিক মিটিং করবেন দিঘা তে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...