গত মঙ্গলবার ক্রোয়েশিয়া দলের অধিনায়ক মিডফিল্ডার লুকা মদ্রিচ ২০২২ পর্যন্ত চুক্তি করলেন রিয়্যাল
মাদ্রিদ ক্লাবের সঙ্গে ,এর পরে টুইটারে তিনি ক্লাব প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে নিজের ছবি পোস্ট করে টুইট করে জানান ,এই ক্লাবের জার্সি পরেখেলা আমার কাছে গৌরবের ।উল্লেখ্য আগামী ইউরো কাপে তিনি ক্রোয়েশিয়া দলের নেতৃত্ব দেবেন ।