সকলের জন্য ডিজিট্যাল লাইব্রেরির উদ্বোধন করলেন রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউটের ) উপাচার্য
সৈকত মিত্র ।সম্প্রতি অনলাইনে এই লাইব্রেরির কয়েকদিন আগেই তিনি উদ্বোধন করেন ।বিনামূল্যে বই প্রেমীরা বই পড়তে পারবেন।নিজের হাতের কাছে থাকা ফোন কি ভাবে বই পড়তে পারবেন ,তা হাতে কলমে দেখান মাকাউটের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান ।এই লাইব্রেরি তে ইংরেজি ও বাংলা ছাড়াও কম্পিউটার ও বিভিন্ন গবেষণা সংক্রান্ত বই থাকবে ।