A water man or locally called as 'bhari' fills drinking water from a roadside hand pump while another waits to deliver in houses in Kolkata, India, Tuesday, March 22, 2016. A report says India has the world's highest number of people without access to clean water. The international charity Water Aid says 75.8 million Indians or 5 percent of the country's 1.25 billion population are forced to either buy water at high rates or use supplies that are contaminated with sewage or chemicals. (AP Photo/ Bikas Das)
বুধবার ঝড় ইয়াস আছড়ে পড়েছে এবং সারা বাংলায় তার প্রভাব পড়েছে। জলপাইগুড়ি পুরসভা এ কারণে জল সরবরাহের সময় বৃদ্ধি করেছেন যাতে বাসিন্দারা জল সংগ্রহ করতে অসুবিধায় না পড়েন। দুপুর ১ টা থেকে ৫ টা অবধি জল সরবরাহ করা হয়। তা বাড়িয়ে রাত ৮ টা পর্যন্ত করা হয়েছে। এই সুবিধা আগামী ২ দিন ধরে চলবে। এ ছাড়া খারাপ পাইপলাইনও মেরামত করা হয়েছে।