সরকার খাদ্যসাথী প্রকল্পে গরিব মানুষদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন। প্রতিমাসে প্রত্যেককে ২ কিলো চাল ও ৩ কিলো গম দেওয়া হচ্ছে। অনেক গরিব মানুষ এতে উপকৃত হচ্ছেন। মধ্যবিত্তদের মধ্যে অনেকে এই চাল ,গম নিম্নমানের এই অভিযোগে মুদি দোকানে বিক্রি করে দিচ্ছেন। আবার গরিব মানুষেরা যাদের সরকারের দেওয়া চাল গমে সারা মাস চলে না তারা বেশি দামে দোকান থেকে সেই চাল গম কিনে খাচ্ছেন। পুলিশ এব্যাপারে নজর দেবে বলে জানা গেছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...