রাজ্যে ফুল চাষীরা ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতির মুখে

রাজ্যের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া সহ বেশ কয়েকটি জেলাতে
যেইখানে সব থেকে বেশি ফুলের চাষ হয়ে থাকে সেইখান ইয়াশ ও বৃষ্টির প্রভাবে খুব ক্ষতিগ্রস্থ হয়েছে এই চাষ ।তার ফলে কলকাতার ফুল বাজার সহ ফুলের যোগানে টান পড়তে চলেছে ।তার ফলে ফুল চাষীরা তাদের চাষের জন্য সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী কে সঙ্গেদুয়ারে ত্রাণ সাহায্য যেন ফুলচাষিদের দেওয়া হয় এই আবেদন ও করা হয়েছে ।