গতকাল কোনো আপ ছাড়াই গুগুল ক্রোমের মাধ্যমে অনলাইনে একসঙ্গে অসংখ্য মিটিং ও ক্লাশ করার
পদ্ধতি উদ্বোধন করলেন মাকাউটের উপাচার্য সৈকত মিত্র ।এই উদ্বোধনী অনুষ্ঠানে মাকাউটের তথ্য প্রযুক্তি সেলের প্রধান প্রীতিময় সান্যালপুরো পদ্ধিতিটা হাতে কলমে দেখিয়ে দেন অনুরাগী শিক্ষক /শিক্ষিকাদের ।উপাচার্য বলেন অতিমারী পরিস্থিতে অনলাইন পঠন পাঠন ও মিটিংকরা ছাড়া আর কোনো পথ খোলা নেই ।