কলকাতা পুরসভা টক্ টু কেএমসি অনুষ্ঠানে গতকাল চেয়ারম্যান জানান এইবার থেকে সুপার স্প্রেডারের
তালিকা তে অন্তর্ভুক্ত করা হবে পরিচারিকা আয়া এবং নিরাপত্তা রক্ষীদের এবং তাদের করোনা প্রতিষেধক দেওয়া ব্যবস্থা করতে চায় কলকাতাপুরসভা ।পাশাপাশি তিনি বলেন কলকাতা তে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছেন ।সেফ হোম গুলিতে রোগী ভর্তির সংখ্যা আগে থেকেকিছুটা কমেছে তবু আমাদের সকল কে সতর্ক থাকতে হবে ।