আজকে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃষত্বর বেঞ্চে নারোদা মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে ,মরিয়া হয়ে সওয়াল করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ।আজকের শুনানি তে তুষার মেহতা বার বার প্রভাব শালী রাজনৈতিক চাপ এই বিষয়ে কথা বলেন ,মামলা টি এই রাজ্যে চললে নিরপেক্ষতা বোঝায় থাকবেনা যুক্তি দিয়ে তিনি তা বোঝানোর চেষ্টা করেন ,আগামীকাল আবারো এই মামলাটির শুনানি আছে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...