আজকে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃষত্বর বেঞ্চে নারোদা মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে ,মরিয়া হয়ে সওয়াল করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ।আজকের শুনানি তে তুষার মেহতা বার বার প্রভাব শালী রাজনৈতিক চাপ এই বিষয়ে কথা বলেন ,মামলা টি এই রাজ্যে চললে নিরপেক্ষতা বোঝায় থাকবেনা যুক্তি দিয়ে তিনি তা বোঝানোর চেষ্টা করেন ,আগামীকাল আবারো এই মামলাটির শুনানি আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...