খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০১৯ সালের ১৫ অগাস্ট লাল কেল্লা থেকে বক্তব্য রাখার সময় প্রধান মন্ত্রী জানিয়েছিলেন যে দেশের প্রতিটি বাড়িতে পান করার উপযোগী ও সুরক্ষিত জল পৌঁছে দিতে জলজীবন প্রকল্পের কথা ,এবং বলেছিলেন ২০২৪ সালের মধ্যেই পৌঁছে যাবে বিশুদ্ধপানীয় জল ।এই প্রকল্পের প্রথম ধাপে ২০১৯-২০ অর্থ বর্ষে দেওয়া হয় ৯৯৫.৩৩ কোটি টাকা ২০২০-২১ তা বাড়িয়ে করা হয় ১৬১৪ .১৮ কোটি
এবং ২১-২২ অর্থবর্ষে দেওয়া হলো ৬৯৯৮ .৯৭ কোটি টাকা ।