ডাক্তার নিগ্রহ

করোনার  মধ্যেও ডাক্তারদের নিগ্রহ করা হচ্ছে। অসম ও কর্নাটকে দুই ডাক্তারকে রোগীর পরিবারের লোকেরা নিগ্রহ করেন। আসামের হোজাই এর এক হাসপাতালে করোনাতে এক ব্যক্তির মৃত্যু হলে রোগীর পরিবারের লোকজন ডাক্তারকে প্রচন্ড মারধর করে। এতে ১ জনকে গ্রেপ্তার করা হয়।  অপরদিকে কর্নাটকে  এক বালকের ডেঙ্গুতে মৃত্যু হয়। সেখানেও রোগীর পরিবারের লোকেরা ডাক্তারকে মারধর করেছে।  পরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।