রামদেবের বিরুদ্ধে সোচ্চার হলো আইএমএ সদস্যরা

কয়েকদিন আগে করোনা নিয়ে যোগ গুরু রামদেবের করা এলোপ্যাথির চিকিৎসার উপরে করোনা মোকাবিলায় তারা ব্যর্থ এই ব্যঙ্গ কে কেন্দ্র করে আইএমএ প্রচন্ড ক্ষিপ্ত ।আজ থেকে ১৬ জুন অব্দি তারা সর্বত্র কালো ব্যাজ পরে ধিক্কার জানাচ্ছেন যোগ গুরুর বক্তব্য কে ।পাশাপাশি যোগ গুরু বিরুদ্ধে ১০০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও দায়ের করা হয়েছে ।