ট্রাফিক পুলিশের ধরপাকড়

এবার শিলিগুড়িতে কড়া  হল ট্রাফিক পুলিশ। সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় বেরোতেই প্রচুর টোটোচালককে আটক করা  হয়েছে। রাস্তায় যারা বিনা কারণে বেরিয়েছিলেন তাদের ও  গ্রেপ্তার করা হয়। রাতে ব্যক্তিগত জামিনে সবাইকে ছেড়ে দেওয়া  হয়। আবার রাস্তায় বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া  হবে বলে পুলিশ জানিয়েছে।