গজলডোবায় নতুন সেতু

গজলডোবায় তৈরী হচ্ছে সিঙ্গল স্ট্যান্ড স্টিল সেতু। তিস্তা ক্যানালের  ওপর এটি নির্মাণ করা হচ্ছে। এটির দৈর্ঘ্য ১২৬ মিটার প্রস্থে ৭.৫ মিটার। এ ছাড়া সেতুর দু পাশে ১.৫ মিটার করে ফুটপাথ ও আছে। এটি পূর্ত দপ্তর শিলিগুড়িতে তৈরী করছে। উত্তরবঙ্গে এই রকম একটি স্প্যানের  সেতু  আর নেই। পূজার আগেই এই সেতুর কাজ শেষ করা হবে ও পুরো সেতুটি  আলো দিয়ে সাজানো হবে।