সকাল হলেই বিদ্যুৎ চলে যাচ্ছে শিলিগুড়িতে।নৌকাঘাট , মিলনপল্লী,অশোকনগর এলাকায় কোন দিন ভোর ৪ টায় আবার কখনো সকাল ৬ টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রায় তিন চার ঘন্টা পর বিদ্যুৎ ফিরে আসছে। এ ছাড়া সারাদিনই বিদ্যুতের সমস্যা দেখা যাচ্ছে। এ ব্যাপারে আগাম কোন খবর থাকছে না। দপ্তরের কর্মীরাও এ ব্যাপারে কিছু বলতে পারেননি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...