বিদ্যুৎ এর গন্ডগোল

সকাল হলেই বিদ্যুৎ চলে যাচ্ছে শিলিগুড়িতে।নৌকাঘাট , মিলনপল্লী,অশোকনগর এলাকায় কোন দিন ভোর ৪ টায়   আবার কখনো সকাল ৬ টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রায় তিন চার ঘন্টা পর বিদ্যুৎ ফিরে  আসছে। এ ছাড়া সারাদিনই বিদ্যুতের সমস্যা দেখা যাচ্ছে। এ ব্যাপারে আগাম  কোন খবর থাকছে না। দপ্তরের  কর্মীরাও এ ব্যাপারে কিছু বলতে পারেননি।