যোগ্যতাপর্বে স্পেনকে নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন।গত নভেম্বরে নেশনস কাপে পর পর তিনটি ড্র করে জার্মানিকে ৬ গোলে হারিয়েছিল। ১৯৩১ সালের পর জার্মানি এতো বড় ব্যবধানে হারেনি। স্পেনের সমর্থকরা মনে করছেন এবারে তাদের জেতার সম্ভাবনা আছে। তবে তাদের অধিনায়ক করোনায় আক্রান্ত। তাদের মোরেনো দারুন ফর্মে যার বাঁ পাটা দুরন্ত। দলের কোচ লুইস এনরিকে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...