পর্তুগাল জিতল

ইউরো কাপের আগে  শেষ  প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে  হারাল ইসরায়েলকে এই ম্যাচে জিতে পর্তুগাল খুব খুশি কারণ গোল করলেন অধিনায়ক রোনাল্ডো। এছাড়া দুটি গোল করেন ফার্নান্ডেজ  ও আর একটি গোল করেন কানসেলা। এই দিন গোল করার পর আন্তর্জাতিক পর্যায়ে রোনালডোর গোল দাঁড়াল ১০৪ টি  ১৭৫ টি ম্যাচে। আর ছটি গোল করলেই তিনি  আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।