ইতালি জিতল

করোনার  মধ্যে দর্শক নিয়ে ইউরো শুরু হল। সঙ্গে বর্ণাঢ্য উদ্বোধন। শুরু থেকে ইতালির আক্রমণের চাপ ছিল। কিন্তু প্রথমার্ধে কোন গোল হয়নি। তবে ম্যাচের রেফারী কিছু  বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। খেলার ৫৩ মিনিটে সেম  সাইড গোল করেন তুরস্কের দেমিরাল।এরপর খেলার ৬৬ ও ৭৯ মিনিটে ইতালির হয়ে দুটি গোল করেন  ইমমোবিলে  ও  ইনসিনিয়র।