নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর প্রদেশ সরকারের মুখ্যপাত্র শ্রীকান্ত শর্মা এক বিবৃতিতে গতকাল জানিয়েছেন যে ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোদ্ধা করার পরে তাদের মূল লক্ষ্য এই গোটা জেলায় মদ ও মাংসের উপর নিষেধআজ্ঞা জারি করার । তবে আইন মেনেই এই নিষেধআজ্ঞা জারি করা হবে জানান এই মুখ্যপাত্র । সূত্রের খবর এই জেলার সাধু সন্তদের দাবি মেনেই এই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...