ইউরোতে পর্তুগাল

গতবারে পর্তুগাল ইউরো  চ্যাম্পিয়ন  হয়েছিল। এবারে ট্রফি জিততে তারা মরিয়া। গোলের মধ্যে রয়েছেন অধিনায়ক  রোনাল্ডো।  তাঁর দুই পাশে বার্নার্দো  সিলভা ও ফার্নান্দেস। তারা দলের দুই অস্ত্র। রোনালডো  একাই একশো। কোচ ফার্নান্দো  স্যান্টোস  ২০১৪ থেকে দলের কোচ। আগেরবার তিনি পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করেন। এবারে তাঁর দল  পর্তুগাল নেশনস কাপ ও জিতেছে।