ইউরোতে ফ্রান্স

ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ  র   হাতে বহু  ভাল খেলোয়াড় রয়েছে। এমবাপে, পোগবা,কান্তে  আরো কত। এর সঙ্গে যোগ হয়েছে করিম বেনজেমা। এরা  সবাই তারকা খেলোয়াড়।  ২০১৮ র বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। সেরা খেলোয়াড় এমবাপে চোট   কাটিয়ে উঠেছেন। তাঁর গতি ও দৌড় অন্য সব দলকে চিন্তায় ফেলবে। এবারে  কোচ ইউরো জিতে গতবারের হারের যন্ত্রনা ঘোচানোর চেষ্টা করবেন।