রাফায়েল যুদ্ধ বিমানের দাম সংক্রান্ত তথ্য জমা পড়লো সুপ্রিম কোর্টে

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গত  বুধবার শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার  কে রাফায়েল যুদ্ধ বিমানের দাম সংক্রান্ত ব্যাপারের জানানোর জন্য  নির্দেশ দেন ।সেই মোতাবেক  আজ  কেন্দ্রীয় সরকার দুপুরে মুখ  বন্ধ একটি খামে  যুদ্ধ  বিমানের দাম সংক্রান্ত তথ্য জমা দেন শীর্ষ আদালতের  কাছে । আদালত সূত্রের  খবর ,ছত্তিরিশ টি যুদ্ধ  বিমান কেনার জন্য কেন্দ্র ৫৯ হাজার  কোটি টাকা খরচ করেছে বলে  জানানো হয়েছে । এই রিপোর্ট খতিয়ে দেখার  পরে আদালত জনস্বার্থ মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবেন ।