গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনালে হেরে গেছিল ইংল্যান্ড এবং তাদের কাপ জেতার স্বপ্ন ভেঙে যায়। তবে আজ তারা তার বদলা নেওয়ার সুযোগ পাবে। তবে তাদের বড় বাধা ক্রোয়েশিয়ার মদ্রিচ। যিনি ছিলেন বিশ্বকাপ ম্যাচের নায়ক। এবারে ইংল্যান্ড অন্যতম ফেভারিট দল। .তবে আজ ইংল্যান্ডের ম্যানেজার সাউথগেট আক্রমণে ভরসা করে খেলতে নামবেন বলে মনে করা হচ্ছে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...