কোপার ম্যাস্কট পাইব

কোপা আমেরিকা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় পাইবকে ম্যাস্কট হিসাবে ভোটে  নির্বাচিত করেছেন  কোপা আমেরিকার ফ্যানেরা। এটি একটি শংকর জাতের সারমেয় যার বাবা আর্জেন্টিনার ও মা কলম্বিয়ার। এটি খেতে খুব ভালোবাসে এবং  শিশু ও অন্যান্য কুকুরদের সঙ্গে থাকতে পছন্দ  করে। সে  তাদের বন্ধুদের সঙ্গে থাকতে চায় , আনন্দ করে এবং তাদের প্রতি  সে বিশ্বস্ত  ও  অনুরক্ত।