করোনা হানা ভেনেজুয়েলা দলে

ভেনেজুয়েলা দলে   ১২ জন করোনাতে  আক্রান্ত। সাও পাওলোতে ভেনেজুয়েলা  দল  বিশেষ চার্টার্ড বিমানে পৌঁছানোর পর তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়। তাতে ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে। তবে কারো শরীরে রোগের  কোন উপসর্গ  দেখা যায় নি। তাদের সকলকে কড়া নজরে নিভৃতাবাসে রাখা হয়েছে।  ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসকেরা তাদের দেখাশোনা করছেন।