এরিকসনের হৃদরোগ

শনিবার ফিনল্যান্ডের সঙ্গে  ম্যাচ চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের এরিকসন।দলের চিকিৎসক এই খবর জানান। মাঠেই জ্ঞান হারানোর পর  হৃদযন্ত্রের  পেশীকে সচল করা হয় এবং সে মৃত্যুর মুখ থেকে ফিরে  এসেছে। তবে রবিবার তার সমস্ত পরীক্ষার ফল আশাব্যঞ্জক  এবং সে ভাল  আছে। তার আরো কিছু পরীক্ষা করা বাকি আছে।